Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পলাতকা -চিরদিনের দাগা,৪
পলাতকা
গরবিনী গর্ব ভেঙে বললে এসে, ‘ আমি
আর কখনো করব না দুষ্টামি। '
আঁচড়-কাটা সেই হিসাবের খাতা,
সেই কখানা পাতা,
আজকে আমার মুখের পানে চেয়ে আছে তারি চোখের মতো।
হিসাবের সেই অঙ্কগুলার সময় হল গত
সে শাস্তি নেই, সে দুষ্টু নেই ;
রইল শুধু এই
চিরদিনের দাগা
শিশু-হাতের আঁচড় কটি আমার বুকে লাগা। ”