এলি হেসে,
আলো আঁধারের
মাঝে এসে
করিলি আমায়
দিশেহারা। ' ১৫৭
হতভাগা মেঘ পায় প্রভাতের সোনা —
সন্ধ্যা না হতে ফুরায়ে ফেলিয়া
ভেসে যায় আনমনা॥ ১৫৮
ভেবেছিনু গনি গনি লব সব তারা —
গনিতে গনিতে রাত হয়ে যায় সারা,
বাছিতে বাছিতে কিছু না পাইনু বেছে।
আজ বুঝিলাম, যদি না চাহিয়া চাই
তবেই তো একসাথে সব-কিছু পাই —
সিন্ধুরে তাকায়ে দেখো, মরিয়ো না সেঁচে॥ ১৫৯
তোমারে, প্রিয়ে, হৃদয় দিয়ে
জানি তবুও জানি নি।
সকল কথা বল নি অভিমানিনী॥ ১৬০
লিলি, তোমারে গেঁথেছি হারে, আপন বলে চিনি —
তবুও তুমি রবে কি বিদেশিনী॥ ১৬১
ফুলের লাগি তাকায়ে ছিলি শীতে
ফলের আশা ওরে!
ফুটিল ফুল ফাগুন-রজনীতে,
বিফলে গেল ঝরে॥ ১৬২
নিমেষকালের অতিথি যাহারা পথে আনাগোনা করে,
আমার গাছের ছায়া তাহাদের ই তরে।
যে জনার লাগি চিরদিন মোর আঁখি পথ চেয়ে থাকে
আমার গাছের ফল তারি তরে পাকে॥ ১৬৩