Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
খেয়া - বর্ষাসন্ধ্যা,২
খেয়া
আজ বাদল - হাওয়ায় জুঁই আপনার
গন্ধে মেতেছে।
ওগো, আজকে আমি সুখে রব
কিছুই না নিয়ে—
আপন হতে আপন - মনে
সুধা ছানিয়ে।
বনে হতে বনান্তরে
ঘনধারায় বৃষ্টি ঝরে
নিদ্রাবিহীন নয়ন - ’পরে
স্বপন বানিয়ে।
ওগো, আজকে পরান ভরে লব
কিছুই না নিয়ে।