Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


মহুয়া - মুক্তি, ২
মহুয়া

       অরুণরাঙা চেতনা জাগে চিতে —

       ঝুমকোলতা জানায় কথা

             রঙিন রাগিণীতে।

       মনের'পরে খেলায় বায়ুবেগে

       কত-যে মায়া-রঙের ছায়া

            খেয়ালে-পাওয়া মেঘে ;

       বুলায় বুকে ম্যাগ্‌নোলিয়া

            কৌতূহলী মুঠি,

       অতি বিপুল ব্যাকুলতায়

            নিখিলে জেগে উঠি।