Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


ছবি ও গান -উৎসর্গ, ১

উৎসর্গ
      গত বৎসরকার বসন্তের ফুল লইয়া এ বৎসরকার
                   বসন্তে মালা গাঁথিলাম।
      যাঁহার নয়ন-কিরণে প্রতিদিন প্রভাতে এই ফুলগুলি
             একটি একটি করিয়া ফুটিয়া উঠিত,
         তাঁহারি চরণে ইহাদিগকে উৎসর্গ করিলাম।