Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


খেয়া - দিনশেষ,২
খেয়া

       জোনাক ফিরে ঝোপে ঝাড়ে,

        ভাঙা পথে বাঁশের শাখা

               ফেলে ভয়ের ছায়া—

       আমার দিনের যাত্রা - শেষে

       কার অতিথি হলেম এসে!

       হায় রে বিজন দীর্ঘ রাত্রি,

               হায় রে ক্লান্ত কায়া!