Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
খেয়া - সমুদ্রে,২
খেয়া
অতল বারি দিক - না সাড়া
বাঁধন - হারা হাওয়ার ডাকে।
দোসর - ছাড়া একার দেশে
একেবারে এক নিমেষে
লও রে বুকে দু হাত মেলি
অন্তবিহীন অজানাকে।