Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


শ্যামা- তৃতীয় দৃশ্য, ১০
শ্যামা
শ্যামার দ্রুত প্রবেশ

   শ্যামা।  থাম্‌ রে,  থাম্‌ রে তোরা,  ছেড়ে দে, ছেড়ে দে–
                দোষী  ও-যে নয় নয়,  মিথ্যা, মিথ্যা সবই–
                   আমারি ছলনা ও যে–
                বেঁধে নিয়ে যা মোরে  রাজার চরণে॥ স্বরলিপি [1]
         প্রহরী।  চুপ করো, দূরে যাও, দূরে যাও নারী–
                    বাধা  দিয়ো না, বাধা দিয়ো না॥ স্বরলিপি [2]


দুই হাতে মুখ ঢেকে শ্যামার প্রস্থান
প্রহরীর উত্তীয়কে হত্যা

    সখী।  কোন্‌ অপরূপ স্বর্গের আলো
                দেখা দিল রে প্রলয়রাত্রি ভেদি দুর্দিনদুর্যোগে,
                মরণমহিমা ভীষণের বাজালো বাঁশি।
                অকরুণ নির্মম ভুবনে দেখিনু এ কী সহসা–
                  কোন্‌ আপনা-সমর্পণ, মুখে নির্ভয় হাসি॥ স্বরলিপি [3]


তৃতীয় দৃশ্য

   শ্যামা।  বাজে গুরু গুরু শঙ্কার ডঙ্কা,
                ঝঞ্ঝা ঘনায় দূরে ভীষণনীরবে।
                কত রব সুখস্বপ্নের ঘোরে আপনা ভুলে–
                      সহসা জাগিতে হবে। স্বরলিপি [4]


বজ্রসেনের প্রবেশ

       হে বিদেশী, এসো এসো।  হে আমার প্রিয়,
                এই কথা স্মরণে রাখিয়ো– এসো এসো–
                তোমা-সাথে এক স্রোতে ভাসিলাম আমি,
                হে হৃদয়স্বামী, জীবনে মরণে প্রভু॥ স্বরলিপি [5]
        বজ্রসেন।      আহা, এ কী আনন্দ!
                হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধ।


Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D19_40.xml
[2] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D19_41.xml
[3] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D19_42.xml
[4] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D19_43.xml
[5] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D19_44.xml