প্রভু, এসেছ উদ্ধারিতে আমায়,
দিলে তার এত মূল্য,
নিলে তার এত দুঃখ।
ক্ষমা করো, ক্ষমা করো–
মাটিতে
টেনেছি তোমারে,
এনেছি নীচে,
ধূলি হতে তুলি নাও আমায়
তব পুণ্যলোকে।
ক্ষমা করো।
জয় হোক তোমার, জয় হোক,
জয় হোক, জয় হোক। ক্ষমা করো॥ স্বরলিপি [2]
আনন্দ। কল্যাণ হোক তব কল্যাণী॥স্বরলিপি [3]
সকলে। বুদ্ধো সুসুদ্ধো করুণামহাণ্ণবো
যোচ্চন্তো সুদ্ধব্বরঞাণলোচনো
লোকস্স পাপূপকিলেসঘাতকো
বন্দামি বুদ্ধং অহমাদরেণ তং॥
Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_76.xml
[2] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_77.xml
[3] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_78.xml