Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
চণ্ডালিকা- তৃতীয় দৃশ্য, ২০
চণ্ডালিকা
ওই দেখ্, ওই এল ঝড়,
এল ঝড়,
তাঁর আগমনীর ওই ঝড়–
পৃথিবী কাঁপছে থরোথরো থরোথরো,
গুরুগুরু করে মোর বক্ষ॥ স্বরলিপি [1]
মা। তোর অভিশাপ নিয়ে আসে
হতভাগিনী॥ স্বরলিপি [2]
প্রকৃতি। অভিশাপ নয় নয়,
অভিশাপ নয় নয়–
আনছে আমার জন্মান্তর,
মরণের সিংহদ্বার ওই খুলছে।
ভাঙল দ্বার,
ভাঙল প্রাচীর,
ভাঙল এ জন্মের মিথ্যা।
ওগো আমার সর্বনাশ,
ওগো আমার সর্বস্ব,
তুমি এসেছ
আমার অপমানের চূড়ায়।
মোর অন্ধকারের ঊধের্ব রাখো
তব চরণ জ্যোতির্ময়॥ স্বরলিপি [3]
মা। ও নিষ্ঠুর মেয়ে,
আর সহে না, সহে না, সহে না॥ স্বরলিপি [4]
প্রকৃতি। ও মা, ও মা, ও মা, ফিরিয়ে নে তোর মন্ত্র–
এখনি, এখনি, এখনি।
ও রাক্ষুসী, কী করলি তুই,
কী করলি তুই –
মরলি নে কেন পাপীয়সী!
কোথা আমার সেই দীপ্ত সমুজ্জ্বল
শুভ্র সুনির্মল
সুদূর স্বর্গের আলো।
আহা, কী ম্লান, কী ক্লান্ত–
আত্মপরাভব কী গভীর!
যাক যাক যাক,
তাঁর আগমনীর ওই ঝড়–
পৃথিবী কাঁপছে থরোথরো থরোথরো,
গুরুগুরু করে মোর বক্ষ॥ স্বরলিপি [1]
মা। তোর অভিশাপ নিয়ে আসে
হতভাগিনী॥ স্বরলিপি [2]
প্রকৃতি। অভিশাপ নয় নয়,
অভিশাপ নয় নয়–
আনছে আমার জন্মান্তর,
মরণের সিংহদ্বার ওই খুলছে।
ভাঙল দ্বার,
ভাঙল প্রাচীর,
ভাঙল এ জন্মের মিথ্যা।
ওগো আমার সর্বনাশ,
ওগো আমার সর্বস্ব,
তুমি এসেছ
আমার অপমানের চূড়ায়।
মোর অন্ধকারের ঊধের্ব রাখো
তব চরণ জ্যোতির্ময়॥ স্বরলিপি [3]
মা। ও নিষ্ঠুর মেয়ে,
আর সহে না, সহে না, সহে না॥ স্বরলিপি [4]
প্রকৃতি। ও মা, ও মা, ও মা, ফিরিয়ে নে তোর মন্ত্র–
এখনি, এখনি, এখনি।
ও রাক্ষুসী, কী করলি তুই,
কী করলি তুই –
মরলি নে কেন পাপীয়সী!
কোথা আমার সেই দীপ্ত সমুজ্জ্বল
শুভ্র সুনির্মল
সুদূর স্বর্গের আলো।
আহা, কী ম্লান, কী ক্লান্ত–
আত্মপরাভব কী গভীর!
যাক যাক যাক,
Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_72.xml
[2] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_73.xml
[3] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_74.xml
[4] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_75.xml