Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
খেয়া - কুয়ার ধারে,২
খেয়া
তোমায় দিতে পেরেছিলেম
একটু তৃষার জল,
এই কথাটি আমার মনে
রহিল সম্বল।
কুয়ার ধারে দুপুরবেলা
তেমনি ডাকে পাখি,
তেমনি কাঁপে নিমের পাতা—
আমি বসেই থাকি।