Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
খেয়া - অনাবশ্যক,১
অনাবশ্যক
কাশের বনে শূন্য নদীর তীরে
আমি তারে জিজ্ঞাসিলাম ডেকে,
‘ একলা পথে কে তুমি যাও ধীরে
আঁচল - আড়ে প্রদীপখানি ঢেকে।
আমার ঘরে হয় নি আলো জ্বালা,
দেউটি তব হেথায় রাখো বালা। '
গোধূলিতে দুটি নয়ন কালো
ক্ষণেক - তরে আমার মুখে তুলে
সে কহিল, ‘ ভাসিয়ে দেব আলো,
দিনের শেষে তাই এসেছি কূলে। '
চেয়ে দেখি দাঁড়িয়ে কাশের বনে,
প্রদীপ ভেসে গেল অকারণে।
ভরা সাঁঝে আঁধার হয়ে এলে
আমি ডেকে জিজ্ঞাসিলাম তারে,
‘ তোমার ঘরে সকল আলো জ্বেলে
এ দীপখানি সঁপিতে যাও কারে।