Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


চণ্ডালিকা- দ্বিতীয় দৃশ্য, ১১
চণ্ডালিকা
                        নিষ্ঠুর পাষাণে বাঁধা
                           দুঃখের শিখরচূড়ে॥ স্বরলিপি [1]
         মা।  বাছা, সহজ ক’রে বল্‌ আমাকে
                       মন কাকে তোর চায়।
              বেছে নিস মনের মতন বর–
                   রয়েছে তো অনেক আপন জন।
                       আকাশের চাঁদের পানে হাত বাড়াস নে। স্বরলিপি [2]
      প্রকৃতি।     আমি চাই তাঁরে
              আমারে দিলেন যিনি সেবিকার সম্মান,
                 ঝরে-পড়া ধুতরো ফুল
              ধুলো হতে তুলে নিলেন যিনি দক্ষিণ করে।
                 ওগো প্রভু, ওগো প্রভু,
                   সেই ফুলে মালা গাঁথো,
                     পরো পরো আপন গলায়,
                 ব্যর্থ হতে তারে দিয়ো না, দিয়ো না॥ স্বরলিপি [3]


রাজবাড়ির অনুচরের প্রবেশ

     অনুচর।  সাত দেশেতে খুঁজে খুঁজে গো,
             শেষকালে এক ঠাঁই
             ভাগ্যে দেখা পেলেম রক্ষা তাই। স্বরলিপি [4]
        মা।  কেন গো, কী চাই। স্বরলিপি [5]
     অনুচর।  রানীমার পোষা পাখি কোথায় উড়ে গেছে–
                    সেই নিদারুণ শোকে
             ঘুম নেই তাঁর চোখে  ও চারণের বউ।
             ফিরিয়ে এনে দিতেই হবে তোকে  ও চারণের বউ। স্বরলিপি [6]
        মা।  উড়োপাখি আসবে ফিরে এমন কী গুণ জানি। স্বরলিপি [7]
     অনুচর।  মিথ্যে ওজর শুনব না, শুনব না–
                              শুনবে না তোর রানী।
             জাদু ক’রে মন্ত্র প’ড়ে ফিরে আনতেই হবে,
             খালাস পাবি তবে  ও চারণের বউ॥ স্বরলিপি [8]

প্রস্থান

Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_31.xml
[2] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_32.xml
[3] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_33.xml
[4] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_34.xml
[5] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_35.xml
[6] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_36.xml
[7] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_37.xml
[8] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_38.xml