Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
খেয়া - অনাহত,১
অনাহত
দাঁড়িয়ে আছ আধেক - খোলা
বাতায়নের ধারে
নূতন বধূ বুঝি?
আসবে কখন চুড়িওলা
তোমার গৃহদ্বারে
লয়ে তাহার পুঁজি।
দেখছ চেয়ে গোরুর গাড়ি
উড়িয়ে চলে ধূলি
খর রোদের কালে ;
দূর নদীতে দিচ্ছে পাড়ি
বোঝাই নৌকাগুলি—
বাতাস লাগে পালে।
আধেক - খোলা বিজন ঘরে
ঘোমটা - ছায়ায় ঢাকা
একলা বাতায়নে,
বিশ্ব তোমার আঁখির ’পরে
কেমনে পড়ে আঁকা,
তাই ভাবি যে মনে।
ছায়াময় সে ভুবনখানি
স্বপন দিয়ে গড়া
রূপকথাটি - ছাঁদা,
কোন্ সে পিতামহীর বাণী—
নাইকো আগাগোড়া,
দীর্ঘ ছড়া বাঁধা।
আমি ভাবি হঠাৎ যদি
বৈশাখের এক দিন
বাতাস বহে বেগে—
লজ্জা ছেড়ে নাচে নদী