Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
খেয়া - প্রভাতে,২
খেয়া
সলিলমাঝে!
আজি একা বসে ভাবিতেছি মনে
ইহারে দেখি,
দুখযামিনীর বুক - চেরা ধন
হেরিনু এ কী।
ইহারি লাগিয়া হৃদ্বিদারণ,
এত ক্রন্দন, এত জাগরণ,
ছুটেছিল ঝড় ইহারি বদন
বক্ষে লেখি।
দুখযামিনীর বুক - চেরা ধন
হেরিনু এ কী।