Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


চণ্ডালিকা- প্রথম দৃশ্য, ৩
চণ্ডালিকা
                   চণ্ডালকন্যা প্রকৃতি দই কিনতে চাইল
                     একজন মেয়ে সাবধান করে দিল


            মেয়ে।  ওকে  ছুঁয়ো না, ছুঁয়ো না, ছি,
                         ও যে  চণ্ডালিনীর ঝি–
                   নষ্ট হবে যে দই সে কথা জানো না কি॥ স্বরলিপি [1]


দইওয়ালার প্রস্থান
চুড়িওয়ালার প্রবেশ

         চুড়িওয়ালা।  ওগো,  তোমরা যত পাড়ার মেয়ে
                         এসো এসো, দেখো চেয়ে–
                   এনেছি কাঁকনজোড়া  সোনালি তারে মোড়া।
                         আমার কথা শোনো, হাতে লহো প’রে–
                   যারে রাখিতে চাহ ধ’রে  কাঁকন তোমার বেড়ি হয়ে
                         বাঁধিবে মন তাহার  আমি দিলাম কয়ে॥ স্বরলিপি [2]

                     প্রকৃতি চুড়ি নিতে হাত বাড়াতেই


           মেয়েরা।  ওকে  ছুঁয়ো না, ছুঁয়ো না, ছি,
                        ও যে  চণ্ডালিনীর ঝি। স্বরলিপি [3]


চুড়িওয়ালা প্রভৃতির প্রস্থান

প্রকৃতি।  যে আমারে পাঠালো এই অপমানের অন্ধকারে
                   পূজিব না, পূজিব না, পূজিব না সেই দেবতারে
                                পূজিব না।
                   কেন দেব ফুল, কেন দেব ফুল, কেন দেব ফুল
                                      আমি তারে–
                   যে আমারে চিরজীবন রেখে দিল এই ধিক্‌কারে। স্বরলিপি [4]
                   জানি না হায় রে  কী দুরাশায় রে
                       পূজাদীপ জ্বালি মন্দিরদ্বারে।
                   আলো তার নিল হরিয়া  দেবতা ছলনা করিয়া,
                          আঁধারে রাখিল আমারে॥ স্বরলিপি [5]


Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_4.xml
[2] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_5.xml
[3] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_6.xml
[4] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_7.xml
[5] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_7_2.xml