বকুলকুঞ্জ
দক্ষিণবাতাসে দুলিছে কাঁপিছে
থরথর মৃদু মর্মরি। স্বরলিপি [1]
নৃত্যপরা বনাঙ্গনা বনাঙ্গনে সঞ্চরে,
চঞ্চলিত চরণ ঘেরি মঞ্জীর তার গুঞ্জরে। স্বরলিপি [2]
দিস নে মধুরাতি বৃথা বহিয়ে উদাসিনী, হায় রে।
শুভলগন গেলে চলে ফিরে দেবে না ধরা–
সুধাপসরা
ধুলায় দেবে শূন্য করি, শুকাবে বঞ্জুলমঞ্জরী। স্বরলিপি [3]
চন্দ্রকরে অভিষিক্ত নিশীথে ঝিল্লিমুখর বনছায়ে
তন্দ্রাহারা পিকবিরহকাকলিকূজিত দক্ষিণবায়ে
মালঞ্চ মোর ভরল ফুলে ফুলে ফুলে গো,
কিংশুকশাখা চঞ্চল হল দুলে দুলে দুলে গো॥ স্বরলিপি [4]
দইওয়ালা। দই চাই গো, দই চাই, দই চাই গো?
শ্যামলী আমার গাই
তুলনা তাহার নাই।
কঙ্কণানদীর ধারে
ভোরবেলা নিয়ে যাই তারে–
দূর্বাদলঘন মাঠে, নদীর ধারে ধারে ধারে, তারে
সারা বেলা চরাই, চরাই গো।
দেহখানি তার চিক্কণ কালো
যত দেখি তত লাগে ভালো।
কাছে
বসে যাই ব’কে, উত্তর দেয় সে চোখে,
পিঠে মোর রাখে মাথা–
গায়ে তার হাত বুলাই, হাত বুলাই গো॥ স্বরলিপি [5]
Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_2_3.xml
[2] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_2_4.xml
[3] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_2_5.xml
[4] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_2_6.xml
[5] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_3.xml