Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


চিত্রা - চিত্রা, ২
চিত্রা

       অয়ি প্রশান্তহাসিনী ।

অন্তরমাঝে তুমি শুধু একা একাকী

        তুমি অন্তরবাসিনী।