 
সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ– আ! আহা!
মুক্ত করো ভয়,
আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়– আ! আহা!
দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো,
নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো।
মুক্ত করো ভয়,
নিজের ’পরে করিতে ভর না রেখো সংশয়– আ! আহা!
ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান
নীরব হয়ে নম্র হয়ে পণ করিয়ো প্রাণ।
মুক্ত করো ভয়,
দুরূহ কাজে নিজেরই দিয়ো কঠিন পরিচয়– আ! আহা! স্বরলিপি [1]
 চিত্রাঙ্গদা।  কী ভাবিছ নাথ, কী ভাবিছ॥ স্বরলিপি [2]
   অর্জুন।  চিত্রাঙ্গদা রাজকুমারী
                  
কেমন না জানি
              
আমি তাই ভাবি মনে মনে।
                
শুনি  স্নেহে সে নারী,
                
শুনি  বীর্যে সে পুরুষ,
         
শুনি  সিংহাসনা যেন সে সিংহবাহিনী।
         
জান যদি বলো প্রিয়ে, বলো তার কথা॥ স্বরলিপি [3]
 চিত্রাঙ্গদা।  ছি ছি, কুৎসিত কুরূপ সে।
         
হেন বঙ্কিম ভুরুযুগ নাহি তার,
                
হেন উজ্জ্বলকজ্জল আঁখিতারা।
         
সন্ধিতে পারে লক্ষ্য  কিণাঙ্কিত তার বাহু,
         
বিঁধিতে পারে না বীরবক্ষ  কুটিল কটাক্ষশরে।
         
নাহি লজ্জা, নাহি শঙ্কা,  নাহি নিষ্ঠুরসুন্দর রঙ্গ,
         
নাহি নীরব ভঙ্গীর সঙ্গীতলীলা  ইঙ্গিতছন্দোমধুর॥ স্বরলিপি [4]
   অর্জুন।  আগ্রহ মোর অধীর অতি–
Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D17_34_shonthasar_bhbolta.xml
[2] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D17_35_ki_vhibicho_nath.xml
[3] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D17_36_chtragada_rajkumari.xml
[4] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D17_37_chi_chi_kuchit_kurup.xml