চিত্রাঙ্গদা। ভস্মে ঢাকে ক্লান্ত হুতাশন–
এ খেলা খেলাবে, হে ভগবন্, আর কতখন।
এ খেলা খেলাবে আর কতখন।
শেষ যাহা হবেই হবে, তারে
সহজে হতে দাও শেষ।
সুন্দর যাক রেখে স্বপ্নের রেশ।
জীর্ণ
কোরো না, কোরো না, যা ছিল নূতন॥ স্বরলিপি [1]
মদন। না না
না সখী, ভয় নেই সখী, ভয় নেই–
ফুল যবে সাঙ্গ করে খেলা
ফল ধরে সেই।
হর্ষ-অচেতন বর্ষ
রেখে যাক মন্ত্রস্পর্শ
নবতর ছন্দপতন॥ স্বরলিপি [2]
সব পথ এসে মিলে গেল শেষে তোমারি দুখানি নয়নে–
নয়নে, নয়নে।
দেখিতে দেখিতে নূতন আলোকে
কে দিল রচিয়া ধ্যানের পুলকে
নূতন ভুবন নূতন দ্যুলোকে মোদের মিলিত নয়নে–
নয়নে, নয়নে।
বাহির-আকাশে মেঘ ঘিরে আসে, এলো সব তারা ঢাকিতে।
হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আঁখিতে–
আঁখিতে, আঁখিতে।
ভাষাহারা মম বিজন রোদনা
Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D17_29_vshama_dhaka.xml
[2] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D17_30_na_na_shakhi.xml