Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
চিত্রাঙ্গদা- ২,৪
চিত্রাঙ্গদা
বন্য অনুচরদের সঙ্গে অর্জুনের প্রবেশ ও নৃত্য
২
সখীদের গান
যাও, যাও যদি যাও তবে–
তোমায় ফিরিতে হবে–
হবে হবে।
ব্যর্থ চোখের জলে
আমি লুটাব না ধূলিতলে, লুটাব না।
বাতি নিবায়ে যাব না, যাব না, যাব না
জীবনের উৎসবে।
মোর সাধনা ভীরু নহে,
শক্তি আমার হবে মুক্ত দ্বার যদি রুদ্ধ রহে।
বিমুখ মুহূর্তেরে করি না ভয়–
হবে জয়, হবে জয়, হবে জয়,