Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
ক্ষণিকা - বিলম্বিত, ২
ক্ষণিকা
অনেক হল দেরি,
আজো তবু দীর্ঘ পথের
অন্ত নাহি হেরি।
হল কালের ভুল,
পুবে হাওয়ায় ধরে দিলেম
দখিন হাওয়ার ফুল।
এখন এল অন্য সুরে
অন্য গানের পালা,
এখন গাঁথো অন্য ফুলে
অন্য ছাঁদের মালা।
বাজছে মেঘের গুরু গুরু,
বাদল ঝরো ঝরো—
সজল বায়ে কদম্ববন
কাঁপছে থরোথরো।
অনেক হল দেরি,
আজো তবু দীর্ঘ পথের
অন্ত নাহি হেরি।