Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


চৈতালি - উৎসর্গ,২
চৈতালি

  ফেলিতেছে মর্মরনিশ্বাস,

  বনের বুকের আন্দোলনে

  কাঁপিতেছে পল্লব-অঞ্চল—

  আজি মোর দ্রাক্ষাকুঞ্জবনে

  পুঞ্জ পুঞ্জ ধরিয়াছে ফল।