Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
ক্ষণিকা - দুই বোন, ২
ক্ষণিকা
কেন উঠে উচ্ছলি?
দুটি বোন তারা হেসে যায় কেন
যায় যবে জল আনতে?
বটের ছায়ায় কেহ কি তাদের
পড়েছে চোখের প্রান্তে?
কৌতুকে কেন ধায়
সচকিত দ্রুত পায়?
কলসে কাঁকন ঝলকি ঝনকি
ভোলায় রে দিক্ভ্রান্তে।
দুটি বোন তারা হেসে যায় কেন
যায় যবে জল আনতে?