Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
গুরু - ১, ২
গুরু
১
অচলায়তন
একদল বালক
প্রথম। ওরে ভাই শুনেছিস?
দ্বিতীয়। শুনেছি – কিন্তু চুপ কর।
তৃতীয়। কেন বল দেখি?
দ্বিতীয়। কী জানি বললে যদি অপরাধ হয়?
প্রথম। কিন্তু উপাধ্যায়মশায় নিজে যে আমাকে বলেছেন।
তৃতীয়। কী বলেছেন বল-না।
প্রথম। গুরু আসছেন।
সকলে। গুরু আসছেন!
তৃতীয়। ভয় করছে না ভাই?
দ্বিতীয়। ভয় করছে।
প্রথম। আমার ভয় করছে না, মনে হচ্ছে মজা।
তৃতীয়। কিন্তু ভাই গুরু কী?
দ্বিতীয়। তা জানি নে।
তৃতীয়। কে জানে?
দ্বিতীয়। এখানে কেউ জানে না।
প্রথম। শুনেছি গুরু খুব বড়ো, খুব মস্ত বড়ো।
তৃতীয়। তাহলে এখানে কোথায় ধরবে?
প্রথম। পঞ্চকদাদা বলেন অচলায়তনে তাঁকে কোথাও ধরবে না।
তৃতীয়। কোথাও না?
প্রথম। কোথাও না।
তৃতীয়। তাহলে কী হবে?
প্রথম। ভারি মজা হবে।
[প্রস্থান