Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


ক্ষণিকা - অকালে, ২
অকালে

সন্ধ্যাপ্রদীপ আলোক ঢালে

             বিরাম - সুধা - মাখা।

 

সকল চেষ্টা শান্ত যখন

            এমন সময়ে

ভাঙা হাটে কে ছুটেছিস,

            পসরা লয়ে?