আজকে আমার বেড়া - দেওয়া বাগানে
বাতাসটি বয় মনের - কথা - জাগানে।
আজকে কেবল বউ - কথা - কও ডাকে
কৃষ্ণচূড়ার পুষ্প - পাগল শাখে—
আমি আছি তরুর তলায় পা মেলি,
সামনে অশোক টগর চাঁপা চামেলি।
আজকে আমার বেড়া - দেওয়া বাগানে
বাতাসটি বয় মনের - কথা - জাগানে।
এমনিতরো বাতাস - বওয়া সকালে
নিজেরে মন হাজারো বার ঠকালে।
আপনারে হায় চিত - উদাস গানে
উড়িয়ে দিলে অজানিতের পানে,
চিরদিন যা ছিল নিজের দখলে
দিয়ে দিলে পথের পান্থ সকলে।
আজকে আমার বেড়া - দেওয়া বাগানে
বাতাসটি বয় মনের - কথা - জাগানে।
ভেবেছি তাই আজকে কিছুই গাব না
গানের সঙ্গ ে গলিয়ে প্রাণের ভাবনা।
আপনা ভুলে ওরে ভাবোন্মাদ,
দিস নে ভেঙে তোর বেদনা - বাঁধ—
মনের সঙ্গ মনের কথা গাঁথা সে।
গাব না গান আজকে দখিন বাতাসে।
আজকে আমার বেড়া - দেওয়া বাগানে
বাতাসটি বয় মনের - কথা - জাগানে ।