Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
গুরু - ১
সহজে অভিনয়যোগ্য করিবার অভিপ্রায়ে অচলায়তন নাটকটি “গুরু” নামে এবং কিঞ্চিৎ রূপান্তরিত এবং লঘুতর আকারে প্রকাশ করা হইল।
শান্তিনিকেতন শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
১লা ফাল্গুন
১৩২৪