Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
সন্ধ্যাসংগীত - গান আরম্ভ,৩
সন্ধ্যাসংগীত
তেমনি, তেমনি করে এসো --
কবিতা রে, বধূটি আমার,
দুটি শুধু পড়িবে নিশ্বাস,
দুটি শুধু বাহিরিবে বাণী,
বাহু দুটি হৃদয়ে জড়ায়ে
মরমে রাখিব মুখখানি।