Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


ক্ষণিকা - বিদায়, ১
ক্ষণিকা
তাই ভেবেছি দিনটা আমার
          ভালোই গেছে, কিছু না চাই—
আজকে শুধু শ্রান্ত আছি,
          ঘুমোতে যাই, ঘুমোতে যাই।