Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
নিষ্ফল চেষ্টা- ২
নিষ্ফল চেষ্টা
থাকিবার সম্ভাবনা আছে; আমার আর-সমস্ত আছে কেবল সেইটা নাই।
আমি কী করিব? কী করিলে আমার বুক ফাটিবে, সুখ থাকিবে না, আশা ফুরাইবে। হাসিব কিন্তু সে কেবল লোক-দেখানো; আমোদ করিতে ছাড়িব না কিন্তু সে কেবল অদৃষ্টকে সবলে উপেক্ষা করিবার জন্য! আপিসে যাইব, কিন্তু সে কেবল কাজের মধ্যে আপনাকে নিমগ্ন করিবার অভিপ্রায়ে।
এক কথায়— কী করিলে একটি ‘কে-যেন’ একটি ‘কী-যেন’ পাওয়া যায়।—