Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
বাল্মীকিপ্রতিভা - দ্বিতীয় দৃশ্য , ৬
বাল্মীকিপ্রতিভা
আর তা হলে রাস্তা ভুলে ঘুরতে নাহি হবে।
সকলে। হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ!
সকলে। হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ!
বনদেবীগণের প্রবেশ
মরি ও কাহার বাছা, ওকে কোথায় নিয়ে যায়।
আহা ওই করুণ চোখে ও কাহার পানে চায়!
বাঁধা কঠিন পাশে, অঙ্গ কাঁপে ত্রাসে,
আঁখি জলে ভাসে, এ কী দশা হায়!
এ বনে কে আছে, যাব কার কাছে, কে ওরে বাঁচায়।
আহা ওই করুণ চোখে ও কাহার পানে চায়!
বাঁধা কঠিন পাশে, অঙ্গ কাঁপে ত্রাসে,
আঁখি জলে ভাসে, এ কী দশা হায়!
এ বনে কে আছে, যাব কার কাছে, কে ওরে বাঁচায়।
দ্বিতীয় দৃশ্য
অরণ্যে কালী-প্রতিমা
অরণ্যে কালী-প্রতিমা
বাল্মীকি স্তবে আসীন
বাল্মীকি। রাঙা-পদ-পদ্মযুগে প্রণমি গো ভবদারা!
আজি এ ঘোর নিশীথে পূজিব তোমারে তারা!
সুরনর থরথর— ব্রহ্মাণ্ড বিপ্লব করো,
রণরঙ্গে মাতো মা গো, ঘোর উন্মাদিনী পারা।
ঝলসিয়ে দিশি দিশি,ঘুরাও তড়িৎ অসি,
ছুটাও শোণিতস্রোত, ভাসাও বিপুল ধরা।
উরো কালী কপালিনী,মহাকালসীমন্তিনী,
লহো জবাপুষ্পাঞ্জলি মহাদেবী পরাৎপরা!
আজি এ ঘোর নিশীথে পূজিব তোমারে তারা!
সুরনর থরথর— ব্রহ্মাণ্ড বিপ্লব করো,
রণরঙ্গে মাতো মা গো, ঘোর উন্মাদিনী পারা।
ঝলসিয়ে দিশি দিশি,ঘুরাও তড়িৎ অসি,
ছুটাও শোণিতস্রোত, ভাসাও বিপুল ধরা।
উরো কালী কপালিনী,মহাকালসীমন্তিনী,
লহো জবাপুষ্পাঞ্জলি মহাদেবী পরাৎপরা!
বালিকাকে লইয়া দস্যুগণের প্রবেশ
দস্যুগণ। দেখো, হো ঠাকুর,বলি এনেছি মোরা।
বড়ো সরেস,পেয়েছি বলি সরেস—
এমন সরেস মছ্লি, রাজা, জালে না পড়ে ধরা
দেরি কেন ঠাকুর, সেরে ফেলো ত্বরা।
বাল্মীকি। নিয়ে আয় কৃপাণ,রয়েছে তৃষিতা শ্যামা মা,
শোণিত পিয়াও— যা ত্বরায়।
লোল জিহ্বা লক্লকে,তড়িৎ খেলে চোখে,
করিয়ে খণ্ড দিগ্দিগন্ত ঘোর দন্ত ভায়।
বড়ো সরেস,পেয়েছি বলি সরেস—
এমন সরেস মছ্লি, রাজা, জালে না পড়ে ধরা
দেরি কেন ঠাকুর, সেরে ফেলো ত্বরা।
বাল্মীকি। নিয়ে আয় কৃপাণ,রয়েছে তৃষিতা শ্যামা মা,
শোণিত পিয়াও— যা ত্বরায়।
লোল জিহ্বা লক্লকে,তড়িৎ খেলে চোখে,
করিয়ে খণ্ড দিগ্দিগন্ত ঘোর দন্ত ভায়।