Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
    বর্ষার চিঠি- ৩
    
    
    বর্ষার চিঠি
ভালোবাসে  না,  তেমন  ছেলের সংখ্যা বৃদ্ধি হওয়াও কিছু নয়। তেমন ছেলে আজকাল অনেক দেখা যাচ্ছে। তবে হয়তো প্রখর সভ্যতা, বুদ্ধি ও বিদ্যার তাত লেগে ছেলেমানুষের সংখ্যা আমাদের দেশে কমে এসেছে, পরিপক্কতার প্রাদুর্ভাব বেড়ে উঠেছে। আমাদেরই  কেউ  কেউ  ইঁচড়ে-পাকা  বলত,  এখন  যে-রকম  দেখছি  তাতে  ইঁচড়ের  চিহ্নও  দেখা  যায়  না, গোড়াগুড়িই কাঁঠাল।