Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
একান্নবর্তী, ৪
একান্নবর্তী
দ্বিতীয়া। মার্ ঝাঁটা, মার্ ঝাঁটা!
দৌলত। ভাই কানাই!
কানাই। সহিষ্ণুতা শিক্ষার এমন উপায় আর কী আছে!
প্রথমা। মিন্সে তুমি বুড়োবয়সে আক্কেল খুইয়ে বসেছ!
দ্বিতীয়া। ওগো, এত লোকের এত সোয়ামি মরছে, যমরাজ কি তোমাকেই ভুলেছে!
দৌলত। বাছারা একটু ঠাণ্ডা হও।
উভয়ে। ঠাণ্ডা হব কিরে মিন্সে। তুই ঠাণ্ডা হ, তোর সাত পুরুষ ঠাণ্ডা হয়ে মরুক।
দৌলত। কানাই!
কানাই। গৃহ পূর্ণ হয়েছে-
দৌলত। গ্রহ পূর্ণ হয়েছে বলো-
কানাই। যাই হোক, আজ আর আমাকে প্রয়োজন নেই। আমি এই বেলা সরি।
[ প্রস্থান
দৌলত। ( উচ্চস্বরে ) কানাই, আমাকে একলা রেখে পালাও কোথায়!
সকলে মিলিয়া। ( দৌলতকে চাপিয়া ধরিয়া) একলা কিসের! আমরা সবাই আছি, আমরা কেউ নড়ব না।
দৌলত। বল কী!
সকলে। হাঁ, তোমার গা ছুঁয়ে বলছি।