বলো বলো কী সংবাদ। রানীদিদি মোর
ভালো আছে, সুখে আছে, পতির সোহাগে,
মহিষীগৌরবে? সুখে প্রজাগণ তারে
মা বলিয়া করে আশীর্বাদ? রাজ্যলক্ষ্মী
অন্নপূর্ণা বিতরিছে রাজ্যের কল্যাণ?
ধিক্ মোরে, শ্রান্ত তুমি পথশ্রমে, চলো
গৃহে চলো। বিশ্রামের পরে একে একে
বলো তুমি সকল সংবাদ। গৃহে চলো।
সুমিত্রা। শংকর, মনে কি আছে এখনো রানীরে।
শংকর। সেই কণ্ঠস্বর!সেই গভীর গম্ভীর
দৃষ্টি স্নেহভারনত। একি মরীচিকা!
এনেছ কি চুরি করে মোর সুমিত্রার
ছায়াখানি? মনে নাই তারে! তুমি বুঝি
তাহারি অতীত স্মৃতি বাহিরিয়া এলে
আমারি হৃদয় হতে আমারে ছলিতে?
বার্ধক্যের মুখরতা ক্ষমা করো যুবা!
বহুদিন মৌন ছিনু — আজ কত কথা
আসে মুখে, চোখে আসে জল। নাহি জানি
কেন এত স্নেহ আসে মনে, তোমা- 'পরে।
যেন তুমি চিরপরিচিত। যেন তুমি
চিরজীবনের মোর আদরের ধন।
ত্রিচূড়
ইলা। যেতে হবে? কেন যেতে হবে যুবরাজ?
ইলারে লাগে না ভালো দু দণ্ডের বেশি?
ছি ছি চঞ্চলহৃদয়!