Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
বিচিত্র, ১৩৬
বিচিত্র
১৩৬
সারা বরষ দেখি নে, মা, মা তুই আমার কেমন ধারা।
নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা॥
এলি কি পাষাণী ওরে। দেখব তোরে আঁখি ভ’রে–
কিছুতেই থামে না যে, মা, পোড়া এ নয়নের ধারা॥
নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা॥
এলি কি পাষাণী ওরে। দেখব তোরে আঁখি ভ’রে–
কিছুতেই থামে না যে, মা, পোড়া এ নয়নের ধারা॥
সুরভেদ [1]
Links:
[1] http://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D6428.xml