সেই ভালো। আগে দাঁড়া সার বাঁধি
আমার এক-শো পঁচিশটে বাঁদি।
ও হল না ঠিক — পাঁচ পাঁচ করে
দাঁড়া ভাগে ভাগে — তোরা আয় সরে —
না না, এই দিকে — না না, কাজ নেই,
সারি সারি তোরা দাঁড়া সামনেই —
না না, তা হলে যে মুখ যাবে ঢেকে।
কোনাকুনি তোরা দাঁড়া দেখি বেঁকে।
আচ্ছা, তা হলে ধরে হাতে হাতে
খাড়া থাক্ তোরা একটু তফাতে।
শশী, তুই সাজ্ ছত্রধারিণী,
চামরটা নিয়ে দোলাও তারিণী।
মালতী!
মালতী। আজ্ঞে।
ক্ষীরো। এইবার তারে
ডেকে নিয়ে আয় মোর দরবারে।
[মালতীর প্রস্থান
কিনি বিনি কাশী স্থির হয়ে থাকো —
খবর্দার, কেউ নোড়ো-চোড়ো নাকো।
মোর দুই পাশে দাঁড়াও সকলে
দুই ভাগ করি।
কল্যাণী ও মালতীর প্রবেশ
কল্যাণী। আছ তো কুশলে?
ক্ষীরো। আমার চেষ্টা কুশলেই থাকি,
পরের চেষ্টা দেবে মোরে ফাঁকি,
এই ভাবে চলে জগৎ-সুদ্ধ
নিজের সঙ্গে পরের যুদ্ধ।
কল্যাণী। ভালো আছ বিনি?
বিনি। ভালোই আছি মা,
ম্লান কেন দেখি সোনার প্রতিমা!
ক্ষীরো। বিনি, করিস নে মিছে গোলযোগ,