তিন বার মাটি তুলে নাকে মাখো।
তিন পা কেবল হটে যাও পিছু,
পোড়ো না উল্টে মাথা করো নিচু।
মতি। হায়, কোথা এনু, ভরল না পেট —
বারে বারে শুধু মাথা হল হেঁট।
আহা, কল্যাণী রানীর ঘরে
কর্ণ জুড়োয় মধুর স্বরে —
কড়ি যদি দেন অমূল্য তাই —
হেথা হীরে মোতি সেও অতি ছাই।
ক্ষীরো। সে ছাই পাবার ভরসা কোরো না।
মালতী। সাবধানে হঠো, উল্টে পোড়ো না।
[মতির প্রস্থান
ক্ষীরো। বিনি!
বিনি। রানীমাসি!
ক্ষীরো। একগাছি চুড়ি
হাত থেকে তোর গেছে নাকি চুরি।
বিনি। চুরি তো যায় নি।
ক্ষীরো। গিয়েছে হারিয়ে?
বিনি। হারায় নি।
ক্ষীরো। কেউ নিয়েছে ভাঁড়িয়ে?
বিনি। না গো রানীমাসি!
ক্ষীরো। এটা তো মানিস
পাখা নেই তার। একটা জিনিস
হয় চুরি যায়, নয় তো হারায়,
নয় মারা যায় ঠগের দ্বারায়,
তা না হলে থাকে — এ ছাড়া তাহার
কী যে হতে পারে জানি নে তো আর।
বিনি। দান করেছি সে!
ক্ষীরো। দিয়েছিস দানে?
ঠকিয়েছে কেউ, তারই হল মানে।
কে নিয়েছে বল্।
বিনি। মল্লিকা দাসী।