অদ্বৈত। ইংরিজি শিক্ষা আপনাতে কি ফলে নি?
চিন্তামণি। আজ্ঞে, সে দোষ আমাকে দিতে পারবেন না, স্বাভাবিক আর্যরক্তের তেজে আমি অতি বাল্যকালেই ইস্কুল পালিয়েছিলুম।
হরিহরবাবু এবং অন্যান্য অনেকানেক লেখকের প্রবেশ
অদ্বৈত। আসতে আজ্ঞে হোক। লেখা সমস্ত প্রস্তুত?
হরিহর। এই দেখুন-না
চিন্তামণি। কী বিষয়ে লিখেছেন মশায়?
হরিহর। নানা বিষয়ে।
চিন্তামণি। আর্যদের সম্বন্ধে কিছু লিখেছেন?
হরিহর। না।
চিন্তামণি। আর্যদের বিজ্ঞান সম্বন্ধে-
হরিহর। য়ুরোপীয়েরা আর্যজাতি এবং তাদের বিজ্ঞান —
চিন্তামণি। য়ুরোপীয়েরা অতি নিকৃষ্ট জাতি এবং বিজ্ঞান সম্বন্ধে আমাদের পূর্বপুরুষ আর্যদের তুলনায় তারা নিতান্ত মুর্খ — আমি প্রমাণ করে দেব। এখনো আর্যবংশীয়েরা তেল মাখার পূর্বে অশ্বত্থামাকে স্মরণ করে ভূমিতে তিন বার তৈল নিক্ষেপ করেন। কেন করেন আপনি জানেন?
হরিহর। না।
চিন্তামণি। আপনি?
অদ্বৈত। না।
চিন্তামণি। আপনি জানেন?
প্রথম লেখক। না।
চিন্তামণি। না যদি জানেন তবে আপনারা বিজ্ঞান সম্বন্ধে কথা কইতে যান কেন? হাই তোলবার সময় আর্যরা তুড়ি দেন কেন আপনারা কেউ জানেন?
সকলে। ( সমস্বরে ) আজ্ঞে, আমরা কেউ জানি নে।
চিন্তামণি। তবে? এই-যে আমাদের আর্য মেয়েরা বাতাস করতে করতে পাখা গায়ে লাগলে ভূমিতে একবার ঠেকায়, তার কারণ আপনারা কিছু জানেন?
সকলে। কিছু না!
চিন্তামণি। এই দেখুন দেখি! এই-সকল বিষয় কিছুমাত্র আলোচনা না করেই, অনুসন্ধান না করেই, আপনারা বলেন য়ুরোপীয় বিজ্ঞান শ্রেষ্ঠ! অথচ আর্যরা হাঁচে কেন, হাই তোলে কেন, তেল মাখে কেন, এ আপনারা কিছু জানেন না!
হরিহর। আচ্ছা মশায়, আপনিই বলুন। তেল মাখবার পূর্বে ভূমিতে তৈল নিক্ষেপ করবার কারণ কী?
চিন্তামণি। ম্যাগ্নেটিজ্ম্! আর কিছু নয়। ইংরাজিতে যাকে বলে ম্যাগ্নেটিজ্ম্।
হরিহর। ( সবিস্ময়ে ) আপনি ম্যাগ্নেটিজ্ম্ সম্বন্ধে ইংরাজি বিজ্ঞানশাস্ত্র কিছু পড়েছেন?
চিন্তামণি। কিছু না। দরকার নেই। বিজ্ঞান শিক্ষা কিংবা কোনো শিক্ষার জন্য ইংরিজি পড়বার কিছু প্রয়োজন নেই। আমাদের আর্যেরা কী বলেন? প্রাণশক্তি কারণশক্তি এবং ধারণশক্তি এই তিন শক্তি আছে, তার উপরে তৈলের সারণশক্তি যোগ হয়ে