Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
কালের যাত্রা- কবির দীক্ষা, ২৮
কালের যাত্রা
কবির দীক্ষা
আমি তো ভরতি হয়েছিলেম তোমার দলেই।
দৌড় দিলে কেন।
ভয়ে।
ভয় কিসের।
ভবভয়নিবারিণী সভার সভাপতি —
আহা, পরম ধার্মিক —
বললেন আমাকে, ওই লক্ষ্মীছাড়াটা —
থামলে কেন।
আমি জানি বলেছেন,
লক্ষ্মীছাড়াটা দিচ্ছে তোমাকে রসাতলে।
একেবারে ওই শব্দটাই —
রসাতলে।
অন্যায় তো বলেননি।
বলো কী, কবি!
জীবন আমার যাঁর সাধনায় মগ্ন
সেই দেবতা তলিয়ে আছেন অতলে —
খুড়ো-জ্যাঠারা বলেছেন সবাই —
তোমার দীক্ষায় না আছে অর্থের আশা,
না আছে পরমার্থের।