Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
যোগাযোগ- চতুর্থ অঙ্ক-পরের দৃশ্য, ৭২
যোগাযোগ
টেবিলের উপর ছবি ছিল, কী হল?
অত্যন্ত বিস্ময়ের ভান ক'রে
শ্যামাসুন্দরী। ছবি! কার ছবি!
ক্রুদ্ধ স্বরে
মধুসূদন। ছবিটা দেখ নি!
ভালোমানুষের মতো মুখ করে
শ্যামাসুন্দরী। না, দেখি নি তো!
গর্জন ক'রে
মধুসূদন। মিথ্যে কথা বলছ!
শ্যামাসুন্দরী। মিথ্যে কথা কেন বলব, ছবি নিয়ে আমি করব কী?
মধুসূদন। কোথায় রেখেছ বের করে নিয়ে এসো বলছি! নইলে ভালো হবে না!
শ্যামাসুন্দরী। ওমা, কী আপদ! তোমার ছবি আমি কোথায় পাব যে বের করে আনব?
মধুসূদন। কেদার!
[ ভৃত্যের প্রবেশ ]
কেদার। মহারাজ!
মধুসূদন। মেজোবাবুকে ডেকে আন্।
[ ভৃত্যের প্রস্থান
নবীনের প্রবেশ
বড়োবউকে আনিয়ে নাও।
শ্যামাসুন্দরী মুখ বাঁকিয়ে কাঠের পুতুলের মতো চুপ করে বসে রইল।
খানিকক্ষণ পরে মাথা চুলকোতে চুলকোতে