Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
সে - ১০,৫৯
সে
নিশ্চয় তুমি তখন ঘুমিয়ে পড়েছিলে।
ঘুমলে কি মানুষ হাল্কা হয়ে যায়।
হয় বৈকি। তুমি ঘুমিয়ে কখনো ওড় নি?
হাঁ, উড়েছি তো।
তবে আর শক্তটা কী। খরগোশ তো সহজ, ইচ্ছে করলে কোলা ব্যাঙের পিঠে চড়িয়ে তোমাকে মাঠময় ব্যাঙ - দৌড় করিয়ে বেড়াতে পারত।
ব্যাঙ। ছি ছি ছি! শুনলেও গা কেমন করে।
না, ভয় নেই — ব্যাঙের উৎপাত নেই চাঁদের দেশে। একটা কথা জিগেস করি, পথের ব্যাঙ্গমাদাদার সঙ্গে তোমার দেখা হয় নি কি।
হাঁ, হয়েছিল বই কি।
কিরকম।