প্রথম সৈনিক। এ কি সত্যি?
দ্বিতীয় সৈনিক। কী জানি ভাই, শুনছি তো!
প্রথম। তবে তো সর্বনাশ হবে।
প্রথম। কে বললে রে, কে বললে?
দ্বিতীয়। আমাদের উমেশ বললে।
প্রথম। কী জানি ভাই, শুনে যেন মাথায় বজ্রাঘাত হল, ভালো করে সব কথা জিজ্ঞাসা করতে পারলুম না।
দ্বিতীয়। চল্, ভালো করে খোঁজ করে আসি গে।
[প্রস্থান
প্রথম। আমরা তাঁর হাতিকে দেখেছি—হাওদা খালি, মাহুত নেই। প্রভুকে হারিয়ে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
দ্বিতীয়। আমাদেরও যে সেই দশা হয়েছে।
তৃতীয়। কোন্ দিকে পড়েছেন কেউ দেখে নি?
প্রথম। তা তো কেউ বলতে পারে না।
দ্বিতীয়। আমাদের শিবু বলছিল,যুবরাজকে যখন বাণ এসে লাগল তখন মাহুত তাঁর হাতি নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছিল, পালাবার সময় মাহুত মারা যায়—তার পরে যুবরাজ যে সেই হাতির উপর থেকে কোন্খানে পড়ে গিয়েছেন তা তো কেউ বলতে পারে না।
চতুর্থ। ওরে, সর্বনাশ হয়ে গেল যে রে! কুমার ইন্দ্রকুমারকে কি কেউ খবর দিতে ছোটে নি?
তৃতীয়। অনেকক্ষণ গিয়েছে, আরাকানের ফৌজ আমাদের ফাঁকি দিয়ে আক্রমণ করতেই তখনই লোক গেছে—তাঁকে খুঁজে পেলে তো হয়।
দ্বিতীয়। কুমার রাজধর কি এখনো খবর পান নি?
চতুর্থ। তিনি কোথায় আছেন খবরই পাওয়া গেল না, বোধ করি ত্রিপুরার দিকে চলে গেছেন। যুবরাজের সংবাদ জানতে পেলে