Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
প্রথম ভাগ, ২
প্রথম ভাগ
চ ছ জ ঝ
চ ছ জ ঝ দলে দলে
বোঝা নিয়ে হাটে চলে।
ঞ
ক্ষিদে পায় খুকী ঞ
শুয়ে কাঁদে কিয়োঁ কিয়োঁ।
ট ঠ ড ঢ
ট ঠ ড ঢ করে গোল
কাঁধে নিয়ে ঢাক ঢোল।
ণ
বলে মূর্দ্ধন্য ণ,
চুপ কর কথা শোন।
ত থ দ ধ
ত থ দ ধ বলে, ভাই
আম পাড়ি চল যাই।
ন
রেগে বলে দন্ত্য ন
যাব না তো কক্ষনো।
প ফ ব ভ
প ফ ব ভ যায় মাঠে
সারাদিন ধান কাটে।
ম
ম চালায় গোরু-গাড়ি
ধান নিয়ে যায় বাড়ি।
য র ল ব
য র ল ব বসে ঘরে
এক মনে পড়া করে।