Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
স্ফুলিঙ্গ,১
স্ফুলিঙ্গ
১
প্রথম পাতাখানি মেলেছে শতদল
তুলেছে আকাশের দিকে,
রবির কর তাহে শুভ সমুজ্জ্বল
আশিস লিপি দিল লিখে।
২
লিখব তোমার রঙিন পাতায় কোন্ বারতা?
রঙের তুলি পাব কোথায়?
সে রঙ তো নেই চোখের জলে, আছে কেবল হৃদয় তলে
প্রকাশ করি কিসের ছলে মনের কথা?
কইতে গেলে রইবে কি তার সরলতা?
বন্ধু তুমি বুঝবে কি মোর সহজ বলা?
নাই যে আমার ছলা - কলা।
সুর যা ছিল বাহির ত্যেজে অন্তরেতে উঠল বেজে,
একলা কেবল জানে সে - যে মোর দেবতা।
কেমন করে করব বাহির মনের কথা?
৩
কলাবিদ্যা কুঞ্জে - কুঞ্জে পুঞ্জ পুঞ্জ ফল
ভুঞ্জ তুমি রাত্রিদিন আনন্দে চঞ্চল।
কীর্তিতে রবিরে তুমি করো সমাচ্ছন্ন
লোমশ তুলিকা তব হোক ধন্য ধন্য।
সিন্ধুপারে দ্বীপতটে উচ্চ জয়নাদে
খ্যাতি যাক এক লম্ফে বায়ুর প্রাসাদে
রবি করে আশীর্বাদ। চির - আয়ুষ্মান
রবি - সুত তোমারে না দিক দৃষ্টিদান।