Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
শেষ সপ্তক - তেত্রিশ,৩
শেষ সপ্তক
শুনল, বিধবা মা জানিয়েছে—
শিখধর্ম নয় তার ছেলের,
বলেছে, শিখেরা তাকে জোর করে রেখেছিল
বন্দী করে।
ক্ষোভে লজ্জায় রক্তবর্ণ হল
বালকের মুখ।
বলে উঠল, ‘ চাই নে প্রাণ মিথ্যার কৃপায়,
সত্যে আমার শেষ মুক্তি,
আমি শিখ। '