Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
রূপান্তর- ভট্টনারায়ণ-বররুচি-প্রমুখ কবিগণ, ১৪
রূপান্তর
আনতাঙ্গী বালিকার
শোভাসৌভাগ্যের সার
নয়নযুগল,
৯না দেখিয়া পরস্পরে
তাই কি বিরহভরে
হয়েছে চঞ্চল?
২৭
হত্বা লোচনবিশিখৈর্গত্বা কতিচিৎ পদানি পদ্মাক্ষী
জীবতি যুবা ন বা কিং ভূয়ো ভূয়ো বিলোকয়তি॥
— সুভাষিতরত্নভাণ্ডাগার
বিঁধিয়া দিয়া আঁখিবাণে
যায় সে চলি গৃহপানে,
জনমে অনুশোচনা —
বাঁচিল কিনা দেখিবারে
চায় সে ফিরে বারে বারে
কমলবরলোচনা॥
২৮
লোচনে হরিণগর্বমোচনে
মা বিদূষয় নতাঙ্গি কজ্জলৈঃ।
সায়কঃ সপদি জীবহারকঃ
কিং পুনর্হি গরলেন লেপিতঃ॥
— সুভাষিতরত্নভাণ্ডাগার
হরিণগর্বমোচন লোচনে