Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
রূপান্তর- ভট্টনারায়ণ-বররুচি-প্রমুখ কবিগণ, ১৩
রূপান্তর
প্রিয় মোর নাহি আসে যদি।
২৪
মন্দং নিধেহি চরণৌ পরিধেহি নীলং
বাসঃ পিধেহি বলয়াবলিমঞ্চলেন।
মা জল্প সাহসিনি শারদচন্দ্রকান্ত -
দন্তাংশবস্তব তমাংসি সমাপয়ন্তি॥
— সুভাষিতরত্নভাণ্ডাগার
ধীরে ধীরে চলো তন্বী, পরো নীলাম্বর,
অঞ্চলে বাঁধিয়া রাখো কঙ্কণ মুখর,
কথাটি কোয়ো না — তব দন্ত - অংশু - রুচি
পথের তিমিররাশি পাছে ফেলে মুছি।
২৫
অপসরতি ন চক্ষুষো মৃগাক্ষী
রজনিরিয়ং চ ন যাতি নৈতি নিদ্রা।
— ত্রিবিক্রমভট্ট : নলচম্পূ, ৭ . ৪৯
চক্ষু'পরে মৃগাক্ষীর চিত্রখানি ভাসে —
রজনীও নাহি যায়, নিদ্রাও না আসে!
২৬
নিঃসীমশোভাসৌভাগ্যং নতাঙ্গ্যা নয়নদ্বয়ম্
অন্যোহন্যালোকনানন্দবিরহাদিব চঞ্চলম্॥
— জগন্নাথপণ্ডিত : ভামিনীবিলাস, শৃ, ৪৬