Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
রূপান্তর- বেদ : সংহিতা ও উপনিষৎ, ১৫
রূপান্তর
১৫
যথেমে দ্যাবাপৃথিবী সদ্যঃ পর্যেতি সূর্যঃ
এবা পর্যেমি তে মনঃ।
— অথর্ববেদ, ৬ . ৮ . ৩
আকাশ - ধরা রবিরে ঘেরি
যেমন করি ফেরে,
আমার মন ঘিরিবে ফিরি
তোমার হৃদয়েরে।
১৬
অক্ষ্যৌ নৌ মধুসংকাশে অনীকং নৌ সমঞ্জনম্।
অন্তঃ কৃণু স্ ব মাং হৃদি মন ইন্নৌ সহাসতি।
— অথর্ববেদ, ৭ . ৩৬ . ১
আমাদের আঁখি হোক মধুসিক্ত,
অপাঙ্গ হয় যেন প্রেমে লিপ্ত।
হৃদয়ের ব্যবধান হোক মুক্ত,
আমাদের মন হোক যোগযুক্ত।
১৭
অহমস্মি সহমানাথো ত্বমসি সাসহিঃ। ...
মামনু প্র তে মনঃ ...
পথা বারিব ধাবতু॥
— অথর্ববেদ, ৩ . ১৮ . ৫ - ৬
যেমন আমি
সর্বসহা শক্তিমতী,