Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
রূপান্তর- বেদ : সংহিতা ও উপনিষৎ, ১০
রূপান্তর
এষ দেবো বিশ্বকর্মা মহাত্মা
সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্টঃ।
হৃদা মনীষা মনসাভিক৯প্তো
য এতদ্বিদুরমৃতাস্তে ভবন্তি॥
— শ্বেতাশ্বতর উপনিষৎ, ৪ . ১৭
সকল ঈশ্বরের পরমেশ্বর,
সব দেবতার পরমদেব,
সকল পতির পরমপতি,
সব পরমের পরাৎপর।
তাঁরে জানি তিনি নিখিলপূজ্য
তিনি ভুবনেশ্বর।
কর্ম - বাঁধনে নহেন বাঁধা,
বাঁধে না তাঁহারে দেহ —
সমান তাঁহার কেহ না, তাঁ হতে
বড়ো নাই নাই কেহ।
তাঁর বিচিত্র পরমাশক্তি
প্রকাশে জলে স্থলে
তাঁহার জ্ঞানের বলের ক্রিয়া
আপনা - আপনি চলে।
জগতে তাঁহার পতি নাই কেহ,
কলেবর নাই কভু —
তিনিই কারণ, মনের চালন
নাই পিতা, নাই প্রভু।
ইনি দেব ইনি মহান্ আত্মা
আছেন বিশ্বকাজে,
সকল জনের হৃদয়ে হৃদয়ে
ইঁহারই আসন রাজে।
সংশয়হীন বোধের বিকাশে